শরীয়তপুরে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনায় নারীসহ দালালচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোসাইরহাট থানা পুলিশ। গত সোমবার রাতে গোসাইরহাট উপজেলার খাটরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী তাছলিমা (২৫) তার বড়ভাই খাটরা গ্রামের হোসেন আলি বেপারির ছেলে দ্বীন ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে ইতালি নেওয়ার কথা বলে দালালের মাধ্যমে লিবিয়ায় পাঠানো হয় নজরুল ইসলামের আত্মীয় তামিম মাদবর কে। সেখানে নিয়ে তাকে আটকে রেখে নির্যাতন চালায় মানবপাচারকারী চক্রের সদস্যরা। পরে তার মুক্তির জন্য পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে চক্রটি।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর মাদবর বাদী হয়ে শরীয়তপুরের আদালতে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গোসাইরহাট থানা পুলিশ নারীসহ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, মানবপাচার চক্রের দুই সদস্যকে আটকে করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।