চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামী মো. দিদার হোসেনের (২৩) বিরুদ্ধে পরকীয়া ও যৌতুক নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী সাজেদা বেগম (২৪)।
গত মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে সাজেদা অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দিদার যৌতুকের জন্য চাপ দেয়। এক লাখ টাকা দেওয়ার পরও তিনি ভরণ-পোষণের দায়িত্ব নেননি।
তিনি আরও জানান, শ্বশুরবাড়িতে নিয়ে গেলেও কেবল খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অন্যান্য প্রয়োজন মেটানো হয়নি। বরং আরও টাকা আনার জন্য শারীরিক নির্যাতন করা হয়েছে। গত রমজান থেকে স্বামী টিকটকের মাধ্যমে আগ্রাবাদের রিপা মনি (২৬) নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাকে মারধর ও হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সাজেদা দাবি করেন, নির্যাতনের সময় ননদ জুলি আক্তারের কাছে সাহায্য চাইলে শারীরিকভাবে নির্যাতন করা হয়। অভিযোগ করলে শ্বশুর আব্দুল কাদেরও ভৎসনা করেন।
তিনি বলেন, ‘আমি চাই আমার স্বামী পরকীয়া থেকে ফিরে আসুক এবং রিপা মনি যেন আমার সংসারে হস্তক্ষেপ না করে। তা না হলে আমি আইনগতভাবে বিচার চাইব।’
অভিযুক্ত দিদার হোসেন স্বীকার করেন, রিপা মনির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে যৌতুক ও মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কিছু ঝগড়া হয়েছে, যা স্বাভাবিক।’