× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারে

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৪ পিএম । আপডেটঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩০ পিএম

মহেশখালীতে হোপ ফাউন্ডেশনের হাসপাতাল পরিদর্শনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশে নিয়োজিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সফর করলেন কক্সবাজারের মহেশখালীতে। যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে ২য় বারের মত মহেশখালী পরিদর্শন করেছেন তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর)  সকাল ১১ টার সময় মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় তিনি এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজোমে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগদেন। সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ তার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.