× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে ফেনসিডিলসহ আটক ২

আব্দুল্লাহ আল মামুন।

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৩ পিএম । আপডেটঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কয়া গ্রামে এ অভিযান চালানো হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে মো. আ. রহমান (৩০) ও পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার শ্রীনাথপুরের গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে মো. এনামুল হক (৩৪)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার রাতে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১০টার দিকে কয়া ঈদগাহের গেটের  সামনে থেকে টলি ও ৬৬৮ বোতল ফেনসিডিলসহ মো. এনামুল হক ও মো. আ. রহমানকে গ্রেপ্তার করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.