× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুগঞ্জের ইউএনওর বিরুদ্ধে চাদাঁদাবীর অভিযোগে

আরিফুল ইসলাম মামুন ,ভৈরব (কিশোরগঞ্জ)

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭ পিএম । আপডেটঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১ পিএম

ছবি: সংগৃহীত

আশুগঞ্জের ইউএনওর বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে  ভৈরবে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা । বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে মেসার্স নাগিব এন্টার প্রাইজের স্বত্তাধীকারী নাগিব সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, তারা বৈধভাবে ইজারা পেয়ে বালি উত্তোলন করছেন।

আশুগঞ্জের ইউএনও রাফে মোহাম্মদ ছড়া নিয়ম ভঙ্গ করে  আমাদের কাছে  চাদাঁ দাবী করে যে ,প্রতিদিন তাকে ১ লাখ টাকা করে চাদাঁ দিতে হবে। তার দাবীকৃত টাকা না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে  গত মঙ্গলবার ভোরে ভৈরব সীমানায় ঢুকে এ পর্যন্ত ১৪টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করে ৭/৮ জন শ্রমিককে ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করে বালি উত্তোলন থেকে ২ দিনের জমা এবং ড্রেজারের টাকা বাবদ এ পর্যন্ত ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং আমাদের ২ জন ড্রেজার ষ্টাফকে ১ বছর করে সাজা দেয় এবং ৪টি ড্রেজার ও ৫টি ষ্টীল বডি বাল্কহেড নৌকা জব্দ করে।এতে আমার আর্থিক ক্ষতি হয়েছে এব।

এছাড়া ও গত ৩১ আগষ্ট  নদীতে এসে আমাদের হুমকি দিয়ে ড্রেজার বন্ধ করে দেয় ।তাছাড়া হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে এবং সরকারি যাবতীয় নীতিমালা অনুসরণ করে জেলা প্রশাসন কর্তৃক সৃজনকৃত বালু মহাল নিয়ম মাফিক ইজারা বিঞ্জপ্তির মাধ্যমে প্রেক্ষিতে ইজারায় অংশ গ্রহণ করেইজারাদার নিযুক্ত হয় এবং সমুদয় রাজস্ব পরিশোধ করে বালু মহাল উত্তোলন করছি । কিন্ত আমার ব্যবসা নষ্ট করার উদ্দেশ্যে  আমার বিপরীত মৌজাতে নিয়ম অনুসরণ না করে টেন্ডার ছাড়া ব্রাম্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক ঢাকা-সিলেট হাইওয়ে প্রকল্পের কিছু অংশের ঠিকাদার মীর আক্তার কোম্পানীর পক্ষে কিছু ব্যক্তিকে বালু উত্তোলনের জন্য অনুমতি দেয় । তবে এ সংক্রান্ত কোন দখল নামা আশুগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে চেয়ে ও আমরা পাইনি।

তবে এ বিষয়ে মীর আক্তার কোম্পানীর সাথে যোগাযোগ করলে তারা এ বিষয়ে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন ।

এ সময়  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ- সভাপতি আর এ মারুকী শাহিন, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহমান, উপজেলা যুব দলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদুল হক ইমন সহ দলীয় নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান,ভৈরব এবং আশুগঞ্জে ২ টি স্থানে  ড্রেজারে বালি উত্তোলন করছে ।তবে তাপ বিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রীড লাইনের ১ কি.মিটারের কাছাকাছি যে কেউ ড্রেজারে বালি উত্তোলন করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।  ভৈরবে তারা তাপ বিদ্যুৎ  কেন্দ্রের কাছ থেকে বালি উত্তোলন করায়  তাদের ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়েছে ।

উল্ল্যেখ্য:  গত ১৪ মে, ভৈরব উপজেলার আগানগর ও সাদেকপুর ইউনিয়নের মেঘনা নদীতে বালি উত্তোলনের জন্য বৈধভাবে কিশোরগঞ্জ জেলা প্রশাসন থেকে ১৬ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার টাকার বিনিময়ে ইজারা পান । পরে উপজেলা প্রশাসন তাদেরকে সীমানা বুঝিয়ে দিলে তারা বৈধভাবে নির্ধারিত সীমানা থেকে নীয়ম মেনে বালি উত্তোলন করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.