দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সহায়তায় ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচি সম্প্রসারণের জন্য বই প্রদান করা হয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব খোন্দকার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, বিকাশ লিমিটেড এর ইভিপি এন্ড হেড অব রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির ও জেলা শিক্ষা অফিসার মো: শফী উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।
অনুষ্ঠানের শুরুতে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। শেষে আনুষ্ঠানিকভাবে ৪০জন কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেয়া হয়।
ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন, শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, গিরিশ-অক্ষয় একাডেমি, হলি ক্রিসেন্ট স্কুল, সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।