× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্যাস বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুরে তিন তলা বাড়ির নীচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে তিন শিশু রয়েছে। তাদেরকে উদ্ধার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে পোনে ছয়টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বিসিক এলাকার একটি ৩ তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন: মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), ৩ মেয়ে মুন্নি (১৪), তিন্নি (১২) ও ময়ূরী (৬)। 

স্থানীয়রা জানান, বাড়িটির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী প‌রিচালক আব্দুল্লাহ আল আ‌রে‌ফিন জানান, সি‌লিন্ডার থে‌কে ঘ‌রে গ্যাস জ‌মে থাক‌লে ভোর রা‌তে কোন এক সময় আগুন জ্বালা‌তে গে‌লে মূলত বি‌স্ফোরন‌টি ঘ‌টে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.