× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুয়া ডাক্তারকে জরিমানা

মো. মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)

০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫ পিএম । আপডেটঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

খাগড়াছড়ির রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে কর্তব্যরত রাকিবুল ইসলাম নামক এক ভূয়া  চক্ষু ডাক্তারকে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান সূত্রে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে আমজাদ মেডিকেল হলে ভুয়া চক্ষু ডাক্তার দ্বারা রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন এ অভিযোগ পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে এভাবে যথাযথ মেডিকেল ডিগ্রি ও বিএমডিসি’র নিবন্ধন ব্যতীত রোগীদের চক্ষু চিকিৎসা দিচ্ছেন স্বীকার করেন।

তার এ কাজ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এ ডাক্তারকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান,  জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.