মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম ইউসুফ আলী বলেছেন, ৭৮ এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুজিববাদী ফ্যাসিবাদকে কবর দিয়েছিলেন ঠিক তেমনি তারেক রহমান রাস্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচী জাতির জন্য যুগের একটি মহাস্কারক।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সিংড়া উপজেলা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নির্বাচনী এলাকায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
উপজেলা বিএনপির আহবায়ক ফয়জুন্নেছা পুতুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এর আগে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে।
ব্যারিস্টার ইউসুফ আরো বলেন, শেখ মজিবুর রহমানের একদলীয় বাকশালী ফ্যাসিজমের ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংস্কার সাধন করেছিলেন বাংলার ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে । ঠিক একই ভাবে শহীদ জিয়ার স্বপ্ন সারথী, তার সন্তান, ভবিষ্যতের রাস্ট্রনায়ক তারেক রহমান রাস্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচী দিয়ে এক যুগান্তকারী সুচনা সৃষ্টি করে। এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে চলেছেন।