কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসায় দুর্দশা ও অব্যবস্থাপনার জরুরী সংস্কারের ৯ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে ছাত্র জনতা। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়।
অবস্থান কর্মসূচীতে হাসপাতালের সকল অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা এবং ডা. হেলিশের অপসারণ ও আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী জানান তারা।
তারা আরো বলেন, এখানে চিকিৎসা নিতে যে সকল রোগীরা আসেন তাদেরকে অন্যান্য বেসরকারী হাসপাতালে ডায়াগণস্টিক সেন্টারে পাঠানো হয়। হাসপাতালের অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি ও সংস্কারসহ ৯ দফা দাবী জানান তারা। কর্মসূচীতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, রাতুল নাহিদ ভূঁইয়া, মানস সরকার উৎস প্রমুখ।