আধুনিক বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার রূপকার, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান এর স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে গঠিত এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম. নাসের রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে নতুন আহবায়ক কমিটিতে বিদায়ী সভাপতি তৌফিক আহমদ-কে আহবায়ক ও প্রবীণ বিএনপি নেতা মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী-কে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক পৌর মেয়র মো.ফয়জুল করিম ময়ূন, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, বদরুল আলম, বকশী মিসবাউর রহমান, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এম ইদ্রিস আলী ও মু. ইমাদ উদ-দীন।
বিজ্ঞপ্তিতে পূর্ববর্তী কমিটির সব সদস্যপদ বাতিল বলে জানানো হয়।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম. নাসের রহমানের স্বাক্ষরে ঘোষিত এ আহবায়ক কমিটি এখন থেকে স্মৃতি পরিষদের সবধরনের কার্যক্রম পরিচালনা করবে জানানো হয়।