সুইড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সফরে ফেনীতে মান উন্নয়ন ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুইড বাংলাদেশ ফেনী শাখার আয়োজনে শনিবার ( (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের মিজান রোডের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের কামাল হাসান চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত মত-বিনিময় সভায় সুইড ফেনী শাখার সভাপতি আবুল কালাম আজাদ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুইড বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ডা. মো. শাহনেওয়াজ চৌধুরী।
ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকারিয়া ফারুকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সুইড বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মো. মাহবুবুল মুনির, মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন, যুগ্ম মহাসচিব ইমেলদা হোসেন দীপা ও আবুল কাশেম সানি, সাংগঠনিক সচিব মাকসুদ আহমেদ সিকদার।
এতে স্বাগত বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ ফেনী শাখার নির্বাহী সচিব এডভোকেট সমীর চন্দ্র কর। মতবিনিময় সভায় সুইডের জাতীয় নেতৃবৃন্দ, চট্রগ্রাম, ফেনী শাখার নেতৃবৃন্দসহ কুমিল্লা, চাঁদপুর, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।