চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গোয়ালঘর থেকে চুরি হওয়া ২টি গরু, একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত অনুমান ১টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড রুহিতারপাড় এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নাসির সরদারের (৬০) গোয়ালঘরে ঢুকে অজ্ঞাতনামা চোরেরা ২টি গরু নিয়ে যায়। গরু হারিয়ে নাছির সরদার আত্মীয়-স্বজনদের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোরে খবর আসে যে কুমিল্লার দাউদকান্দি থানার খালিশা এলাকায় একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে স্থানীয়রা।
পরবর্তীতে নাছির উদ্দীন স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গরু ২টি শনাক্ত করেন এবং মতলব উত্তর থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেন। এ সময় পুলিশ চোরাই গরু, পিকআপ ও ২ চোরকে থানায় নিয়ে আসে।
আটকরা হলেন, উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুর আলম (২৬)। তার বিরুদ্ধে মতলব উত্তর থানাসহ বিভিন্ন থানায় ৬টি মাদক ও চুরির মামলা রয়েছে। অন্যজন কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ ছিনাইকান্দি গ্রামের বারিক বেপারী ছেলে শেখ ফরিদ (৪৭)।
নাছির সরদার বলেন, রাতের অন্ধকারে আমার গোয়ালঘর থেকে ২টা গরু চুরি করে নিয়ে যায়। অনেক খুঁজাখুঁজির পর খবর পাই গরু দাউদকান্দিতে আটক আছে। আল্লাহর রহমত আর পুলিশের তৎপরতায় আমার গরু ফিরে পেয়েছি। পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, স্থানীয়দের সহায়তায় চুরি হওয়া গরু ও পিকআপ উদ্ধার করা হয়েছে। আটক দুই চোরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।