× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন

বরিশাল প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

শতভাগ আবাসন, জুলাই চত্বর নির্মাণ, বাকসু নির্বাচন, ফ্যাসিবাদী কাঠামো অপসারণসহ ১৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিএম কলেজ শাখা। রোববার (৭ সেপ্টেম্বর) কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএম কলেজ ছাত্রশিবিরের ১৩ দফা দাবি পেশ এবং লিফলেট বিতরণ করা হয়।

বিএম কলেজ ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম হাসিবের সঞ্চালনায় অধ্যক্ষ প্রফেসর ড শেখ মো. তাজুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান শেষে বক্তব্য প্রদান এবং ১৩ দফা পাঠ করেন বিএম কলেজ শাখার সভাপতি শাহেদ খান।

বক্তব্যে তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে আসছে। শত জুলুম-নিপীড়ন, গুম-খুন, হত্যা ও মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিবাদ যতই শিক্ষার্থীদের থেকে দূরে সরাতে চেয়েছে, ছাত্রশিবিরের ভিত্তি ততই মজবুত হয়েছে, কোটি তরুণদের আস্থা ও ভালোবাসার এক নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

জুলাইয়ের শহীদদের স্মরণ করে তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির বিএম কলেজ শাখা শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে ৩০ হাজার শিক্ষার্থীর প্রত্যাশিত একটি ক্যাম্পাস উপহার দিতে অধিকার সংশ্লিষ্ট নয় দফা দাবির যৌক্তিকতা তুলে ধরছে।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.