× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর, লুটপাট

শরীয়তপুর প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে একটি অসহায় পরিবারের বসতঘর ভাংচুর ও লুটপাট করে বাড়িটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ সময় আসবাবপত্র ও টাকাপয়সা লুটপাট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জাহানারা বেগম (৬০)। 

ঘটনাটি গত শুক্রবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশি নগর হযরত আলী মুন্সিকান্দি এলাকায় ঘটেছে। এ ঘটনায় সখিপুর থানায় পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেও দু’দিন ধরে ভুক্তভোগী পরিবার কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার দিন দুপুরে বৃদ্ধা জাহানারা বেগম বাদী হয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- আরশি নগর ইউনিয়নের হযরত আলী মুন্সিকান্দি গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে মো. মোজাফর সরদার (৪৮), মো. মোজাফর সরদারের ছেলে তানভির সরদার (২০), মৃত কাশেম সরদারের ছেলে সেলিম সরদার (২৮), ইয়াছিন পাঠারীর স্ত্রী নিলুফা বেগম (৩৫), মো. মোজাফর সরদারের স্ত্রী রহিমা বেগম (৪৮) সহ আরো অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামী করা হয়।  

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আরশি নগর ইউনিয়নের হযরত আলী মুন্সি কান্দি এলাকার মোজাফর সরদারের সাথে বৃদ্ধা জাহানারা বেগমের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ নিয়ে ২০২১ সালে দু’পক্ষই শরীয়তপুরের আদালতে জমি নিয়ে মামলা রুজু করেন এবং মামলাটি এখনও আদালতে চলমান রয়েছে। মামলার রায় উপেক্ষা করে  গত ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে মোজাফর সরদারের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জাহানারা বেগমের বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বৃদ্ধা জাহানারা বেগমের বসতবাড়ি ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং  নগদ টাকা ও ঘরের মালামাল লুটপাট করে নিয়ে যায়। ভাংচুরের সময় বৃদ্ধা জাহানারা বেগমের মেয়ে সন্তান সম্ভাবা কলি আক্তার ও ছোট মেয়ে পলি আক্তার বাঁধা দিলে তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং ঘরের ভিটিতে থাকা মাটি কেটে সেখানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দেয় অভিযুক্তরা। 

ঘটনার বিষয় জানতে চাইলে জাহানারা বেগমের মেয়ে পলি আক্তার বলেন, আমি বাড়িতে রান্না করছিলাম। এমন সময় মোজাফর সরদারসহ ১০ থেকে ১২ জন এসে আমাকে সরে যেতে বলে। আমি যেতে না চাইলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ভাংচুর ও লুটপাট করে তাঁরা। আমি আমাদের বাড়িটি রক্ষা করতে পারিনি।

আমি তাদের বলেছিলাম, আপনি জমি পেলে জমি নিবেন ঘর ভাংচুর চালাচ্ছেন কেন? আমার কথা না শুনে আমাদের বাড়িটি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমার সন্তান সম্ভাবা বোনকেও তারা মারধর করেছে। দু’দিন ধরে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছি। এখানেও এসে তারা হুমকি দিচ্ছে। থানায় লিখিত অভিযোগ করেছি কিন্তু পুলিশ এখনও আসেনি। পুলিশকে ফোন দিলে তারা বিষয়টি দেখবে বলে এখনও কিছুই করল না। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই।”

জাহানারা বেগমের প্রতিবেশী সবুজ মিয়া  বলেন, দীর্ঘদিন ধরে বৃদ্ধা জাহানারা ও মোজাফর সরদারের জমি নিয়ে বিরোধ ছিলো। এটা নিয়ে আদালতে দু’পক্ষের মামলাও আছে। মামলা রায় হওয়ার আগেই মোজাফর সরদার বাড়ি ভাংচুর করে জমিটি দখল নিয়েছে। আমরা বাড়ি ভাংচুরের ঘটনা শুনে ভেবেছিলাম অল্প ভেঙেছে, এখন দেখছি অমানবিক ভাবে সম্পূর্ণ বাড়িটি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একটি মানুষের আশ্রয়স্থল ভেঙে গুঁড়িয়ে ফেলা, এটা চরম অন্যায়। এভাবে মানুষ মানুষের বাড়ি দখল করতে এই প্রথম দেখলাম।

ভুক্তভোগী ৬০ বছরের বৃদ্ধা জাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবার পৈত্রিক সম্পত্তিতে আমি দীর্ঘদিন ধরে বাড়ি করে বসবাস করছি। এর আগেও জমি দখল নিতে আমাদের উপর কয়েকবার হামলা চালায়। পরে ২০২১ সালে আমি আদালতে মামলা করি এখনও মামলার রায় হয়নি। আমরা গরিব মানুষ। ইট ভাঙার কাজ করে খাই। কষ্ট করে একটু একটু করে ঘর বানিয়েছিলাম।

সেই ঘরটাও তারা ভেঙে দিল। সন্তান সম্ভাবা ও বিয়ে উপযুক্ত দুটি মেয়ে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। জানি না আগামীকাল কোথায় থাকবো? প্রতিপক্ষ মো: মোজাফর সরদার শুধু ঘর ভাঙেনি, আমাদের স্বপ্নও ভেঙে দিয়েছে। ঘরের মালামাল, স্বর্ণ, টাকা কিছুই তারা ছাড়েনি। থানায় অভিযোগ করেছি কিন্তু দু’দিন হয়ে গেলো এখনো পুলিশ আসলো না।

এখন ভয় আরও বেড়ে গেছে। আমাদের এখন আতঙ্কে দিন কাটছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। আমি এই হামলার ন্যায় বিচার চাই।

কথা হয় ভাংচুরের নেতৃত্বে দেওয়া  মোজাফর সরদারের সাথে। তিনি বলেন, এ জমি আমাদের। তারা জোরপূর্বক দখল করে রেখেছে। আমাদের জায়গায় তারা বাড়ি করেছে। তাই আমাদের জমি আমরা ফেরত নিয়েছি। ভাংচুরের বিষয়ে আমি কিছুই জানি না।

আদালতের রায়ের আগে জমিটি দখল নিয়েছেন কেন এমন প্রশ্নে বিষয়টি এড়িয়ে গিয়ে কথা বলতে চাননি অভিযুক্ত মোজাফর সরদার।

সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক বলেন, ‘ভাংচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। দু’দিন ধরে পুলিশ ঘটনাস্থলে না যাওয়ার কারণ জানতে চাইলে ওসি বিষয়টি এড়িয়ে যান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.