বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, জাতীয় নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান।নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় এলে জনগণের ভাগ্যের পরিবর্তন করবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের বিরিঞ্চি এলাকার ঈদগাহ মাঠে ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ফেনী জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম রিপনের সভাপতিত্বে এবং সম্পাদক একরামুল হক ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি বেলাল হোসেন,পৌর বিএনপির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলনপ্রমুখ।