নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। ফলে খুলনার সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মুজিবর রহমান বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও অজ্ঞাত কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ- আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ খুলে তিনি দলকে সংগঠিত করতে কাজ করছেন।
এ বিষয়ে সচেতন মহল বলছে, একজন নিষিদ্ধ সংগঠনের কেন্দ্রীয় নেতার এমন প্রকাশ্য বিচরণ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। তারা অবিলম্বে মুজিবর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে কেএমপি পুলিশ সূত্র জানায়, শীঘ্রই মজিবরকে আইনের আওতায় আনা হবে।