কুমিল্লা নগরীর কালিয়াজুরিতে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার মাকে নিজ বাসায় খুন করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ভোরে কালিয়াজুড়ি খেলার মাঠসংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, তাহমিনা বেগম ফাতিমা (৫০) ও তার মেয়ে সুমাইয়া আফরিন রিন্তি (২৪)। রিন্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের ছেলে তাজুল ইসলাম ফয়সল জানান, সোমবার রাত ১১টার দিকে বাসায় ফিরে তিনি আলাদা দুই কক্ষে মা ও বোনের মরদেহ দেখতে পান। তাদের মুখ ও গলায় আঘাতের চিহ্ন ছিল বলে তিনি উল্লেখ করেন। ফয়সল দাবি করেন, তাদের কোনো শত্রু নেই, এলাকায়ও কোনো বিবাদ নেই।
বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানান, প্রায় সাড়ে তিন বছর আগে কুমিল্লার আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম এ বাড়ি ভাড়া নেন। তার মৃত্যুর পর স্ত্রী তাহমিনা, মেয়ে সুমাইয়া ও দুই ছেলে এখানে বসবাস করে আসছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, এটি একটি হত্যাকাণ্ড। কিভাবে তাদের হত্যা করা হয়েছে তা তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।