ফেনীতে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক বিকাশ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ‘নরনীয়া’ নামে একটি সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে এ উপলক্ষে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।
নরনীয়া সভাপতি প্রফেসর টুটুল কান্তি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়বুল হক, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান এবং সাংবাদিক আবু তাহের।
নরনীয়া’র যুগ্ম-সম্পাদক আয়নুল হক এমিলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের
সাধারণ সম্পাদক ইমন উল হক। তিনি সংগঠনের আত্মপ্রকাশ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সংগঠনের আদর্শ উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো: জহির উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরনীয়া মুন্সিরখিল পজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদীন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে বদিউর রহমান বলেন, ‘ডুমুরুয়া থেকে সচিবালয়’ শিরোনামে আত্মজীবনীমূলক বই লিখেছি। সরকারি চাকরির অভিজ্ঞতা নিয়ে আমি একমাত্র ব্যক্তি, যিনি ছয়টি বই রচনা করেছি। শেকড়কে অস্বীকার করা যায় না। ঠেলাগাড়ি থেকে হেলিকপ্টার যুগে এসেছি, কিন্তু মানের দিক থেকে কতটুকু উন্নয়ন হয়েছে, তা ভাবার বিষয়। সংগঠন গঠনের সময় সুন্দর সুন্দর কথা বলা হয়, শুনতে ভালো লাগে। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কতটা চেষ্টা থাকে, সেটাই গুরুত্বপূর্ণ। অনেক সংগঠনের জন্ম-মৃত্যু দেখেছি।
‘পল্লী দিশারী’ নামে একটি সমিতি গঠন করেছিলাম, এলাকায় অনেক কাজও করেছি। কিন্তু নেতৃত্ব ও কর্তৃত্বের দ্বন্দ্বে একসময় তা ভেঙে যায়। নরনীয়াও যেন আদর্শ ও উদ্দেশ্য থেকে বিচ্যুত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ফেনী কলেজ, ফেনী পাইলট হাই স্কুলসহ স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে ধাপে ধাপে কাজ শুরু করতে হবে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সংগঠনটির লোগো উন্মোচন করেন। শেষে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি বদিউর রহমান। এ সময় নরনীয়ার কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলাল উদ্দিন আলাল, ডাঃ শাহনেওয়াজ সিরাজ (মামুন), মহিবুল হক চৌধুরী রাসেল, মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ডা. মোহাম্মদ জালাল উদ্দিন মেনন, মোহাম্মদ জাকারিয়া ফারুক, ইঞ্জিনিয়ার শওকত চৌধুরী, জিয়া উদ্দিন, রিয়াজ উদ্দিন রবিন, পৃথ্বীরাজ চক্রবর্তী, আব্দুল্লাহ আল আমিন, এডভোকেট অমিত মজুমদার, মোরশেদা হ্যাপি, ফখরুল ইসলাম রাহাত, মুহাইমীন তাজিম, শারমিন নিশু, রোমেনা বিনতে আজিজ শশী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh