× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেলওয়ে শ্রমিকদলের কমিটিতে শ্রমিকলীগের ৫ নেতা!

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৫ পিএম

নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার নবগঠিত কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী রেলওয়ে শ্রমিকলীগের পাঁচজন নেতা। বিষয়টি নিয়ে স্থানীয় শ্রমিকদলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

গত ১৫ আগস্ট বৃহস্পতিবার রাতে রেলওয়ে কারখানার পাশে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে ২৬ সদস্যবিশিষ্ট এস.এস.এ.ই/ওয়ে সেকশন ইউনিটের কমিটি ঘোষণা করেন রেল শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন।

ঘোষিত কমিটিতে আওয়ামী রেলওয়ে শ্রমিকলীগের সাবেক কমিটির কার্যকরী সভাপতি আতাউল ইসলামকে সভাপতি, আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক, সানাউল হককে সাংগঠনিক সম্পাদক, লিটন খাঁনকে আইন বিষয়ক সম্পাদক এবং মমিনুর রহমান বসুনীয়াকে কার্যকরী সদস্য করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাতীয়তাবাদী শ্রমিকদলের একাধিক নেতা বলেন, “আওয়ামী লীগপন্থী শ্রমিক দিয়ে বিএনপির শ্রমিকদলের কমিটি করা ঠিক হয়নি। এতে প্রকৃত বিএনপি কর্মীরা হতাশ হয়েছেন। আসলে এটি স্বৈরাচার আওয়ামী লীগের পুনর্বাসন।”

অন্যদিকে, নবনিযুক্ত সভাপতি আতাউল ইসলাম দাবি করেন, “স্বৈরাচার সরকারের আমলে চাপে পড়ে আমরা শ্রমিক লীগ করেছিলাম। তবে কমিটির কর্মকাণ্ডে সক্রিয় ছিলাম না। কাজের প্রয়োজনে ওই দলে যুক্ত হতে হয়েছিল।”

এ বিষয়ে রেল শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম বলেন, “যাদের রাখা হয়েছে তারা ভালো মানুষ। চাপে পড়ে তারা শ্রমিক লীগ করেছিল। ৫ আগস্টের পর তাঁরা শ্রমিকদলের ফরম পূরণ করেছেন, তাই কমিটিতে রাখা হয়েছে।”

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, “আমরা কমিটি হওয়ার পর বিষয়টি জেনেছি। এটি জেলা শ্রমিকদলের অন্তর্ভুক্ত সংগঠন। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি কেন্দ্রে জানাবো। বিএনপির মূলনীতি হলো—বিএনপিতে কোনো আওয়ামীপন্থীর স্থান নেই। আমরা সেই নীতিতেই কাজ করব।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.