× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা

মো. আরিফুল ইসলাম (বাঘাইছড়ি) রাঙ্গামাটি

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৯ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিসেবা বিষয়ক জনসচেতনতা কর্মশালা অনুষ্ঠিত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কানাডা সরকারের অর্থায়নে, ইউএনডিপি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বাঘাইছড়ি থানার উদ্যোগে আয়োজিত কর্মশালায় অনুষ্ঠিত হয়।

এ সময় বাঘাইছড়ি থানার এসআই টিকলু কুমার পাল’র সঞ্চালনায়, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি মার্কেল এএসপি মাহমুদুল হাসান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান ও নারী পুলিশ সদস্যদের দ্বারা পরিচালিত ভিক্টিম সাপোর্ট সেন্টারের আইনি সেবা, মানসিক সহায়তা, চিকিৎসা সেবা, নিরাপদ রাত্রি যাপন, বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.