× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘নির্বাচন ঘিরে ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি’

মুন্সীগঞ্জ প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৮ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

তিনি বলেন আগামী নির্বাচন ঘিরে ফ্যাসিবাদের অপচেষ্টা রুখতে প্রস্তুত বিএনপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে বিএনপি নেতা-কর্মীরা ভ্যানগার্ডের মতো পাহারা দেবে এবং দাঁতভাঙা জবাব দেবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী স্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র‌্যালি শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, আগামী দুর্গাপূজা কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা যে কোনো ধরনের নাশকতার চেষ্টা করতে পারে। তবে বিএনপি নেতা-কর্মীরা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা। 

এতে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা, সাংগঠনিক সম্পাদক আয়িশা আলম নার্গিস, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার অনু, সিরাজদিখান উপজেলা মহিলা দলের সভাপতি হোসনেয়ারা শিখাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.