কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা কুড়িগ্রাম। এখন অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন করে এই জেলাকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। এজন্য তিনি সকল দপ্তরের কর্মকর্তাকে সমন্বিতভাবে একসাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেব, কয়েক দিন পর শারদীয় দুর্গোৎসব সফল, সুন্দর ও আন্ন্দঘন পরিবেশে অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে ভূরুঙ্গামারী উপজেলার নামকরন, সমস্যা, সম্ভাবনা ও দর্শনীয় স্থান নিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।