ফেনীতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা মহিলা দলের আয়োজনে বের হওয়া বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজির সভাপতিত্বে
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে মহিলাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।এখন থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির পক্ষে ভোট চাইতে হবে।
জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানু, সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতু প্রমুখ।