× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজেসি এর কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৩ পিএম

বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) এর কেন্দ্রীয় কমিটির সাংবাদিক অসিত গাইনকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয়ের পক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয়- মুকসুদপুর উপজেলার জলিরপাড় কার্যালয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় “আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চল শাখার সভাপতি- ফকির মিরাজ আলী শেখ ও সাধারণ সম্পাদক মো. মাহমুদ মিনা।

এ সময় ঢাবিতে দায়িত্ব পালন কালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী চ্যানেল “এস”-এর সাংবাদিক তরিকুল ইসলামের মৃত্যুতে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

অপরদিকে, আগত সাংবাদিক প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার স্টাফ রিপোর্টার অসিত গাইন।

গোপালগঞ্জ জেলা ও মুকসুদপুর উপজেলার  কয়েকটি সাংবাদিক ক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.