চট্টগ্রামের সীতাকুণ্ডে মানসিক ভারসাম্যহীন এক মা নিজ দুই বছরের শিশুকে পুকুরে ডুবিয়ে হত্যার চেষ্টা করলে স্থানীয়দের তৎপরতায় প্রাণে রক্ষা পায় শিশু আহাদ তালুকদার। পরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে শিশুটিকে বাবার জিম্মায় হস্তান্তর করা হয়।
ঘটনাটি ঘটে কুমিরা ইউনিয়নের আলেকদিয়া উপকূলবর্তী এলাকায়। স্থানীয় সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ফাতেমা আক্তার ও এলাকাবাসী দ্রুত শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।
শিশুর বাবা জানান, তাদের বাড়ী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মিস্ত্রি ভাঙ্গা গ্রামে। গত ২৭ আগস্ট তার স্ত্রী মরিয়ম দুই বছরের শিশু সন্তানকে নিয়ে চট্টগ্রাম নগরের ফয়েজ লেক এলাকায় তার মায়ের বাসায় আসেন। মরিয়ম সেখানে তিনদিন অবস্থান করার পর ৩০ আগস্ট হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। একপর্যায়ে তিনি শিশুটিকে নিয়ে কুমিরার আলেকদিয়া এলাকায় গিয়ে পুকুরে ডুবিয়ে হত্যার চেষ্টা করেন।
পরে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ মা ও শিশুকে উদ্ধার করে থানায় নেয়। এসময় স্থানীয় সেলিনা আক্তার শিশুটির দায়িত্ব নিতে জিডি করেন।
অন্যদিকে শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্রিকায় মাধ্যমে ছড়িয়ে পড়লে ৮ সেপ্টেম্বর তার বাবা ও নানীসহ স্বজনরা উপজেলা সমাজসেবা অফিসে উপস্থিত হন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর ইউএনও মো. ফখরুল ইসলাম প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে বাবার জিম্মায় বুঝিয়ে দেন।
শিশুর বাবা বলেন, “আমার স্ত্রী হঠাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ঘর থেকে বেরিয়ে যান। পরে শুনি তিনি আমার সন্তানকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছেন। ভাগ্যক্রমে স্থানীয়দের সহযোগিতা ও প্রশাসনের সহায়তায় আমি ছেলেকে ফিরে পেয়েছি।”