রুমা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৯ টা দিকে রুমা বাজারস্থ মায়াকুঞ্জ হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় মীর ইলিয়াস সংঞ্চালনায় সমাবেশে জামায়াতে ইসলামীর রুমা উপজেলা শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা বদিউল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ছাত্র শিবির সাহিত্য সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, জামায়াতে ইসলামীর রুমা উপজেলা শাখার সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ছগির আহমদ বাবুল, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক গিয়াস উদ্দীন শাওন, সহকারী সেক্রেটারি মহি উদ্দীন মহিম, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউনুস, সমাজকল্যাণ সম্পাদক ইরফান উদ্দীন এবং প্রচার সম্পাদকসহ আরও অনেকে।
সভায় বক্তারা সমাজে নৈতিকতা, ইনসাফ ও কল্যাণভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। তাঁরা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং এর সঠিক মর্মবাণী প্রচার ও চর্চার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। বক্তারা জামায়াতে ইসলামীর লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করেন।
সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।