ভৈরবে অজ্ঞাত যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার লক্ষ্মীপুর এলাকার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের নিকটে রেললাইনের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধার করা লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাইদ আহমেদ জানান, বুধবার সকাল ১১ টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করলেও তার পরিচয় মেলেনি।
নিহত যুবক কীভাবে, কখন মারা গেল কেউ বলতে পারছে না। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না, তবে মুখ দিয়ে রক্ত বের হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল এলাকাটি রেললাইনের ১০ গজের বাইরে কুলিয়ারচর এরিয়া পড়েছে, তাই কুলিয়ারচর পুলিশ এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন। আমরা লাশটি কুলিয়ারচর পুলিশের কাছে হস্তান্তর করেছি।