× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউএনও বদলি আদেশ প্রত্যাহারে মানববন্ধন

কামরুল হাসান, কুমিল্লা

১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৬ পিএম

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদের ষড়যন্ত্রমূলক বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে লাকসামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে লাকসামের সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরে।

গতকাল বুধবার সকাল থেকে উপজেলা ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম নারী উদ্যোক্তা সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া ছাত্র জনতা লাকসাম বাইপাস থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ করে, এসে উক্ত উপজেলায় উক্ত আয়োজনের সাথে একাত্ম হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, খুন্তা ফাউন্ডেশন, লাকসাম সিটি রানার গ্রুপসহ বহু সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন লাকসাম সাংস্কৃতিক জোট আহ্বায়ক জি.এম.এস রুবেল, সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, নারী উদ্যোক্তা হাজেরা কুদ্দুস রূপা, শারমিন সুলতানা, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল সারাহ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম সিটি রানার গ্রুপের সিনিয়র সহ-সভাপতি সহিদ উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, “লাকসামের ইতিহাসে এর আগে এমন জনবান্ধব ইউএনও আসেননি। কর্মদক্ষতা ও সততার মাধ্যমে তিনি জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার বদলি ষড়যন্ত্রমূলক এবং অযৌক্তিক।” তারা দ্রুত এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান। এদিকে আন্দোলনরত ছাত্র জনতা ঘোষণা দিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে আদেশ প্রত্যাহার না করা হলে সড়ক অবরোধসহ সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.