ছবি: সংগৃহীত
. এবার যাচ্ছে কাজাখস্তান
আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি ছড়াচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ক্ষুদে দাবারু সাফায়াত কিবরিয়া আযান। বয়স সবে মাত্র ১২ বছর। আযান ইতিমধ্যেই মালদ্বীপ, শ্রীলংকা এবং থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশ গ্রহন করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। ব্যাপক সুনাম অর্জনের পাশাপাশি নিজ দেশের পতাকা উড়িয়েছে বীরের বেশে।
ওয়ার্ল্ড ক্যাডেট চেস টুর্নামেন্ট বড় আসরে অংশগ্রহণ করতে আগামী ১৭ সেপ্টেম্বর যাচ্ছে কাজাখস্তান। তার এই সুখবর নিজ এলাকা ফরাজীকান্দি তথা বৃহত্তর মতলববাসী খুবই আনন্দিত।
উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের গোলাম কিবরিয়া নয়ন এর ছোট ছেলে ক্ষুদে দাবারু সাফায়াত কিবরিয়া আযান ঢাকার সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের (গ্রেড-৫, ইংলিশ মিডিয়াম) মালিবাগ শাখার মেধাবী শিক্ষার্থী। আযান ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ কাজাখস্তানের আলমাটি সিটির বড় এ আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশ চেস ফেডারেশন থেকে মনোনীত হয়েছে।
আযান বিদেশের মাটিতে গত ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় এশিয়ান স্কুলস চেস চ্যাম্পিয়নশিপস অংশগ্রহণ করে প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হোন। মালদ্বীপে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ-২০২২ (অনূর্ধ্ব-৮, ওপেন ক্যাটাগরি) অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করে আযান। (জুলাই, ২০২৪) শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ৭ম ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ-২০২৪ (অনূর্ধ্ব-১০, ওপেন ক্যাটাগরি) অংশ নিয়ে সেরা পাঁচে নিজের নাম লেখান ।
মতলবের এই ক্ষুদে দাবারু আযান ‘ন্যাশনাল ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ-২০২৫’ (অনূর্ধ্ব-১২, ওপেন) বিভাগে চ্যাম্পিয়ন, ‘ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ট্যালেন্ট হান্ট (অনূর্ধ্ব-১৬) চেস টুর্নামেন্ট-২০২৪’ এ চ্যাম্পিয়ন, চাঁদপুরে অনুষ্ঠিত শেখ কামাল যুব গেমস ২০২৩-এ চেস ইভেন্টেও চাঁদপুর সদরের হয়ে অংশ নিয়ে জেলায় চ্যাম্পিয়ন, চট্টগ্রামে অনুষ্ঠিত ষষ্ঠ সিসিপিএ ফিদে ইয়ুথ রেটিং চেস টুর্নামেন্ট ২০২৩ (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন।
এছাড়াও বঙ্গবন্ধু এশিয়ান জোন-৩.২ চেস চ্যাম্পিয়নশিপ-২০২৩ ওপেন বিভাগে অংশ নিয়ে আযান ব্যাপক নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হলে চারদিকে হইচই পড়ে যায়। ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সেইলর প্রেজেন্টস চেকমেট-২০২৫ টুর্নামেন্টে সাফায়াত কিবরিয়া আযান (অনূর্ধ্ব-১৪) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাউথ পয়েন্ট স্কুল চেস টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয় সে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই বয়সেই নিজের সাফল্যের প্রমাণ রাখতে সক্ষম হয়েছে ।
জানা গেছে, মতলব উত্তর উপজেলার ক্ষুদে এই দাবারু সাফায়াত কিবরিয়া আযান গত জুনে অনুষ্ঠিত সারা দেশব্যাপী জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা জাতীয় পর্বে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ টিম চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এ মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড স্কুলস চেস চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ চেস ফেডারেশনের জটিলতায় ওই টুর্নামেন্টে এই ক্ষুদে দাবাড়ুর অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়ে।
দুই ভাইয়ের মধ্যে আযান ছোট। বড় ভাই সাদাত কিবরিয়া আয়ান এ বছর এ-লেভেল পরীক্ষার্থী। বাবা গোলাম কিবরিয়া বেসরকারি চাকরিজীবী, মা আলেয়া ফেরদৌস একজন গৃহিণী।
কথাহলে ক্ষুদে দাবারু আযান এর বাবা গোলাম কিবরিয়া নয়ন জানান, দবার প্রতি আমার ছেলে আযানের অসম্ভব ঝোক। বর্তমানে আযানের রেটিং ১৮৬৪। আশা রাখি আমার সন্তান একদিন ইনশাআল্লাহ গ্র্যান্ডমাস্টার হবে। যদিও এসব টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অনেক টাকার প্রয়োজন হয়। প্রতিটি বিদেশের মাটিতে যেতেই এয়ার টিকেট, রেজিস্ট্রেশন ফি ও এন্ট্রি ফি লাগবেই।
বাংলাদেশ দাবা ফেডারেশন এসবের দিকে তেমন কোনো নজরই দেয় না। আমরা যারা বাচ্চাদের দিয়ে বিদেশের মাটিতে দেশের পতাকা উড়াতে চাই তাদের প্রত্যেকেরই কষ্ট হয়ে যাচ্ছে। ক্রীড়া প্রেমী বিত্তবানরা এসব প্রতিভাবান দাবারুদের পাশে দাঁড়ালে আন্তর্জাতিক পর্যায়ে এই খুদে দাবারুরা ভালো কিছু করে দেখাবে বলে আমি বিশ্বাস করি।
মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, বিদেশের মাটিতে নিজেদের সম্মান বয়ে আনার লক্ষ্যে প্রতিভাবান খুদে এই দাবারুর পাশে মতলবের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ বলে আমি মনে করি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh