চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড (পূর্ব সৈয়দপুর) এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ ও সিপ’র উদ্যোগে দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হক। সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন আনন্দ ও সিপ’র ঝুঁকি হ্রাস কর্মকর্তা শহিদুল ইসলাম।
এতে আনন্দ ও সিপ’র প্রকল্প কর্মকর্তা মো. হাসানুজ্জামান প্রদর্শনী ও মেলার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দূর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম কেবল পরিকল্পনা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং এর যথাযথ বাস্তবায়ন জরুরি। তবেই দূর্যোগ মোকাবেলা অনেক সহজ হবে।”
তিনি উপস্থিত কৃষক ও কৃষিনির্ভর সকলের উদ্দেশে বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে, যা কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাংবাদিক, প্রাক্তন সেনা কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী নারীগন উপস্থিত ছিলেন।