২০০৯ সালেও মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন হয়েছিল। সেটা ছিল অনেকটা ঘরোয়া পরিবেশে। এখনকার মতো এতোটা জাঁকজমক ছিলনা। তখন জেলা শহরের সর্বত্র আওয়ামী দাপট আর তৎকালীন রাষ্ট্রযন্ত্রের নানা হয়রানির পেক্ষাপটে রাজপথে রাজনৈতিক বাস্তবতাও ছিল সম্পূর্ণ ভিন্ন। এখন ফ্যাসিবাদ পতনের ফলে পরিবেশ পুরোটাই নিজেদের অনূকূলে।
এ পরিবর্তিত পরিবেশে প্রথমবারের মতো বিশাল আঙ্গিকে সম্মেলন ও কাউন্সিল করতে যাচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার পৌর শাখা। সেই সাথে প্রথমবারের মতো পৌর বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটির ৬৩৯ জন দলীয় ভোটার ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে দলটির নেতৃত্ব নির্বাচন করবেন।
চলতি মাসের ২০ সেপ্টেম্বর শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিনব্যাপী এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন কাউন্সিল সংশ্লিষ্ট নেতারা। এর আগে গত বুধবার ১০ সেপ্টেম্বর পৌর বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম এর কাছ থেকে সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এতে বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা হলেন, সভাপতি পদে অলিউর রহমান ও আনিসুজ্জামান বায়েস, সিনিয়র সহ-সভাপতি পদে, সারওয়ার মজুমদার ইমন, রুনু আহমদ,সাধারণ সম্পাদক পদে, মনোয়ার আহমদ রহমান, সালাম আহমেদ জিতু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে, মো. সাইফুল ইসলাম স্বপন, মহসীন আহমদ,মো. কামাল আহমেদ ও আমিনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক পদে, শেখ জুবেদ, তুহিন আহমেদ, মোস্তাফিজুর হোসেন শাহীন, রেজাউল করিম রেজা,কমরু মিয়া ও শেখ সুজন আহমেদ।
ইতিমধ্যে বিভিন্ন পদে প্রার্থী হওয়া নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চেয়ে নিজের ছবি দিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। ভোট চাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের কাছে। পাশাপাশি সম্মেলন ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনারও কোন কমতি নেই। পুরো শহরে বিরাজ করছে উৎসবের আমেজ। দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব নির্বাচনের এই প্রক্রিয়া দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে ধারণা নেতাদের।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা মনে করছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত নতুন কমিটি মাঠপর্যায়ে দলের কার্যক্রমকে আরও জোরদার করবে।
পৌর বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান বলেন, প্রথমবারের মতো সম্মেলন ও কাউন্সিল হচ্ছে। এর আগে সম্মেলন হয়েছিল ২০০৯ সালে তবে সেটা ছিল অনেকটা ঘরোয়া পরিবেশে।
মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ বলেন, সম্মেলনে প্রথমবারের মতো ব্যালটে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন হচ্ছে। এর আগে সম্মেলন হলেও ব্যালট এই প্রথম। সবমিলিয়ে সম্মেলন হবে একটি সফল আয়োজন। তিনি বলেন, এবারের সম্মেলনে অন্তত ৩ হাজার উপস্থিতি হবে।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, সম্মেলন সফলভাবে সম্পন্ন হলে অন্য ইউনিটগুলোতেও নতুন নেতৃত্ব নির্বাচনে গতি আসবে। তিনি বলেন, এ ধরনের কাউন্সিল কার্যক্রম শুধু নেতৃত্বের নির্বাচনই নয়, কর্মীদের ঐক্য ও মনোবল বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh