মাদারীপুরে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা সংকটে ধীর গতিতে চাষাবাদ কার্যক্রমের তদারকি। সেবা প্রান্তিক কৃষকদের কাছে পৌছাতে পারছে না বলে কৃষকদের অভিযোগ। জেলা উর্ধ্বতন কৃষি কর্মকর্তা জানান, কৃষি অধিদপ্তরের বদলী ও অবসরজনিত এসব জনবল সংকটের চাহিদা জানিয়ে প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ১৮১টি কৃষি ব্লক রয়েছে। প্রতিটি ব্লকে ১ জন করে কৃষি উপসহকারী কর্মকর্তা সরকারের নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। প্রতি ইউনিয়নে ৩টি করে কৃষি ব্লক মোট ১৮১ জন কৃষি উপসহকারী কর্মকর্তা সংশ্লিষ্ট পদে কর্মরত থাকার কথা।
কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ১৮১টি ব্লকের মধ্যে ১০৩টি ব্লকে বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে ৭৮টি ব্লকে দীর্ঘ বছর ধরেই কোন উপসহারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। এ ৭৮টি ব্লকে পার্শ্ববর্তী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে সরকার কাজ করছে।
অনেক ইউনিয়নে তিনটি ব্লকেই মাত্র একজন কৃষি কর্মকর্তা দিয়ে কাজ চালিয়ে নিতে হচ্ছে। পুরো ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছে সরকারের উন্নয়নমূলক সেবা পৌছাতে পারছে না। এতে জেলার প্রান্তিক কৃষকরা সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জেলা সদর উপজেলার ধুরাইল ইউনিয়নে ২০১৭ সাল থেকে মিল্টন পান্ডে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে যোগ করেছেন। তিনি বর্তমানে ধুরাইল ইউনিয়নের তিনটি কৃষি ব্লকের দায়িত্ব পালন করছেন। কিন্তু তার দায়িত্ব পালন করার কথা ছিল ১টি ব্লকে। এ বিষয়ে ধুরাইল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্টন পান্ডে বলেন, দুটি ব্লক সুপার ভিশন করছি।
এ কারণে অনেক কৃষকদের কাছে সব সময় আমি পৌছাতে পারি না। সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কুনিয়া ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসাইন বলেন, ধুরাইল কৃষি ব্লকে মূল দায়িত্ব পালন করছি। দুটি ব্লকের দায়িত্ব থাকায় কৃষকদের সাথে কাজ করতে আমাকে হিমশিম খেতে হয়।
এদিকে, কালিকাপুর ইউনিয়নের কৃষক বাবুল হোসেন বলেন, এলাকায় কৃষি কর্মকর্তা পদে লোক কম। তাই সব সময় তারা আমাদের সাথে দেখা করতে আসেনা। কৃষি প্রণোদনার উন্নয়নমূলক সেবাগুলো থেকে আমরা বঞ্চিত। শশীকর গ্রামের কৃষক নিরঞ্জন বাড়ৈ বলেন, আমার জমি-জমা কম।
সেই কম জমিতে কিভাবে বেশি ফলন ফলাতে পারি তার যদি সুপরামর্শ কৃষি অফিস থেকে পেতাম, অনেক উপকার হত। একই কথা জানালেন কালকিনি, রাজৈর ও শিবচরের বেশ কয়েকজন প্রান্তিক কৃষক।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দ বলেন, অবসর ও বদলীজনিত কারণে মাদারীপুর জেলার ইউনিয়ন পর্যায়ের কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার ৭৮টি পদ এখন শূন্য রয়েছে। আমরা প্রতি মাসেই ঢাকায় এসব শূন্য পদের বিপরীতে জনবল চাহিদা লিখিতভাবে পাঠাই।
এখন কেন্দ্র থেকে কর্মকর্তা না পাঠালে তো আমদের কিছুই করার থাকে না। অপেক্ষা করা ছাড়া আমাদের আর তেমন কোন কাজ নেই। তাই শূন্য থাকা ব্লকগুলোতে পার্শ্ববর্তী ব্লকের কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh