প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিনদিন ব্যাপী ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পিআইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সাংবাদিকদের গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কলমের শক্তি ব্যবহার করতে হবে ফিচার লিখে, তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করে কিংবা কাউন্টার ইতিবাচক সাংবাদিকতা গড়ে তুলে, তাদের সোচ্চার ভূমিকা রাখতে হবে।” তিনি বলেন, “জুলাই আন্দোলনে ঘটনাপ্রবাহের তুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ছিল অনেক বড়। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের উচিত ডিজিটাল সাংবাদিকতায় আরও দক্ষতা অর্জন করা।”
পিআইবির মহাপরিচালক বলেন, “জাতীয় নির্বাচন যেকোনো মূল্যে অপতথ্য রুখে দিতে হবে হোক সেটা ইন্টারনেট, কিংবা এআই প্ল্যাটফর্ম। জুলাই গণঅভ্যুত্থানের পরও আমরা দেখতে পাচ্ছি, জুলাইয়ের ঘটনার নানা বিকৃত রূপ এখনও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সত্যকে প্রতিষ্ঠিত করা এবং জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করা।
বক্তব্য রাখেন পিআইবির পরিচালক (প্রশাসন) তৌহিদুল আনোয়ার, প্রশিক্ষক সিনিয়র রিচার্স অফিসার গোলাম মুর্শেদ, ডেফোডিল ইউনিভারসিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ্ আলম,দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের বার্তা সম্পাদক জুলাই যোদ্ধা আল হেলাল,দৈনিক জনতা পত্রিকার স্টাপ রিপোর্টার আব্দুল হালিম, সংবাদ সারাবেলা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আফতাব উদ্দীন প্রমুখ।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সকাল ৯টায় তিনদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবা। এ প্রশিক্ষণের দ্বিতীয় দফায় (৯ -১১ সেপ্টেম্বর ২০২৫) সারাদেশের মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন, যারা গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত হন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।