ছবি: সংবাদ সারাবেলা।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এবং স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কারের দাবিতে সামাজিক সংগঠন ঐক্য পরিষদ এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার দিকে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ এর সমন্বয়ক ডাক্তার এস কে নাহিদ এর সভাপতিত্বে এবং বন্ধন সমাজসেবামূলক সংগঠনের সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় মানববন্ধনের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী আব্দুর রহমার আনসারী।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সমাজ সেবক আবুল হোসেন, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও সমাজ সেবক সৈয়দ জামাল হোসেন, আল ফালাহ সোসাইটি এর সভাপতি মাও হোসাইন আহমদ খালেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান বখত, নিরাপদ স্বাস্থ্য চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান, কমলগঞ্জ নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসাইন আহমদ, হৃদয়ে কমলগঞ্জ এর আহ্বায়ক সোলাইমান উদ্দিন, প্রমুখ।
বক্তারা বলেন, হাসপাতালে জরুরি ও বিভাগীয় চিকিৎসা অনুপলব্ধ, পরিচ্ছন্নতার অভাব, রোগীর তথ্য সংরক্ষণ ও নথিপত্রের অনিয়ম, এবং অনেক ক্ষেত্রে যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহারযোগ্য না হওয়া। এই সব সমস্যা রোগীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে এবং জনগণের স্বাস্থ্য অধিকার ক্ষুণ্ন করছে। হাসপাতালের জনবল সংকট নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
মানববন্ধনে হাসপাতালের অনিয়ম এবং অব্যবস্থাপনা বন্ধ করে সুস্থ ও মানসম্মত স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান বিভিন্ন সামাজিক সংগঠন।
এছাড়াও গাইনী ডাক্তার সংকট নিরসন, সিজার অপারেশন চালু করার ব্যবস্থা গ্রহণ, বিসিএস ডাক্তারদের রুম সংকট নিরসন করা, হাসপাতালের এক্সরে, আল্ট্রাসনোগ্রাফি সহ অন্যান্য যন্ত্রপাতি ও পরীক্ষা সচল রাখার ব্যবস্থা গ্রহণ করা, হাসপাতালের ল্যাবরেটরি কক্ষ সংস্কার এবং প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর অফিসিয়াল ফেইসবুক পেইজ সচল রাখা এবং নিয়মিত আপডেট দেওয়া, ল্যাব টেকনেশিয়ান ও অন্যান্য টেকনোলজিস্ট সংকট নিরসন করা,
রোগীদের জন্য মান সম্মত খাবার সরবরাহ করা, স্বাস্থ্য সম্মত খাবার পানির ব্যবস্থা করা, হাসপাতালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ প্রয়োজনীয় জনবল সংকট নিরসনের জন্য বিভিন্ন দপ্তরে স্মারন লিপি প্রধান করেন কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহণে এবং বিভিন্ন শ্রেনী পেশার দুই হাজার মানুষের সমাগম হয় মানববন্ধনে। আয়োজকরা জানান, এই মানববন্ধন কেবল শুরু। যতদিন পর্যন্ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনগণের জন্য নিরাপদ, কার্যকর ও জনবান্ধব না হবে, ততদিন আন্দোলন চলবে।
মৌলভীবাজার সিভিল সার্জন ডা মামুনুর রহমান বলেন, ডাক্তার নার্সসহ বিভিন্ন পদে জনবল সংকেটের সমস্যা পুরো সিলেট বিভাগেই। বিষয়টি আমারা জানি। এ বিষয়ে একাধিকবার, স্বাস্থ্য মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি। শূন্য পদের চাহিদা জমা দেয়া হয়েছে, এসব বিষয় সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh