× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় সড়ক চলাচলের অযোগ্য, দুর্ঘটনায় ঝুঁকি

উবাসিং মারমা, রুমা (বান্দরবান)

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৭ পিএম

বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে রুমা বাজার থেকে বগালেক যাওয়ার সড়কের থানাপাড়া অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে সারা বছর পানি জমে থাকে। স্থানীয়দের পাশাপাশি বগালেকগামী পর্যটক ও যাত্রীদের ভোগান্তির শেষ নেই।

সড়কটি রুমা উপজেলার অন্যতম ব্যস্ততম যোগাযোগপথ। প্রতিদিন শতশত গাড়ি ও মোটরসাইকেল এ সড়ক দিয়ে চলাচল করে। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সারা বছর রাস্তার গর্তগুলো পানিত জমা থাকে, এতে প্রায় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় থানাপাড়া ব্যবসায়ী উসাং মারমা ও অংক্য মারমা বলেন, “বাজার থেকে থানাপাড়া হয়ে বগালেক পর্যন্ত সড়কটি গর্তে ভরে গেছে। প্রতিদিন মালবাহী গাড়ি ও যাত্রীবাহী গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাঝে মধ্যে গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনাও ঘটছে এর রাস্তায় । তাই অতি দ্রুত সড়কটি সংস্কার করা জন্য জোরদার দাবি জানাই।”

সিএনজি চালক মোহাম্মদ মালেক বলেন, “আমরা প্রতিদিন এ সড়ক দিয়ে যাত্রী নিয়ে বাজার হতে থানা পাড়ায় যাত্রী নিয়ে যাই। কিন্তু গর্ত আর পানি জমে থাকার কারণে গাড়ি চালাতে কষ্ট হয়। অনেক সময় গাড়ি বিকল হয়ে যায়। তাই সরকারের কাছে দাবি, দ্রুত রাস্তা মেরামত করা হোক।” সচেতন নাগরিক চিংসাথোয়াই মারমা (বিপ্লব) তিনি জানান প্রতিদিনের এই রাস্তা হয়ে ২০০০-২৫০০ জন সাধারণ  মানুষ ও স্কুল ছাত্র ছাত্রীরা জীবনে ঝুকি নিয়ে যাতায়াত করেন। 

রুমা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার  আব্বু বক্কর  বলেন, “এ সড়কটি আমাদের ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন মেরামত না হওয়ায় গর্তে ভরে গেছে। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান অংসিংনু মারমা বলেন, “রুমা বাজার থেকে বগালেকের সড়কটি শুধু স্থানীয়দের নয়, পর্যটকদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। থানাপাড়া এলাকায় সড়কটি খারাপ অবস্থায় রয়েছে, সারা বছর পানি জমে থাকে।

আমরা ইতোমধ্যে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। খুব শিগগিরই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা জানান, এ সড়কটির দ্রুত সংস্কার হলে দুর্ঘটনা কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগও লাঘব হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.