পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল । গত শুক্রবার বিকেলে জেলা ছাত্রদলের আহবায়ক মো. মেহেদী হাসান শামীম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার নির্দেশে এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা ছাত্রদলের আওতাধীন দুমকী উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার কে প্রাথমিক সদস্য পদ সহ সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন ।