কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সঙ্গে যুক্ত করেছে। শনিবার সকাল ১১টায় ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি তিতাসের কড়িকান্দি বাজার থেকে শুরু হয়ে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর গৌরিপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি হোমনা সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের বাসভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক জহরের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে বিএনপির স্থায়ী কমটির সদস্য, সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও তার সহধর্মিণী মাহমুদা আনোয়ারের কবর জিয়ারত করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান। তিনি বলেন, নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া এই এলাকা আগে থেকেই কুমিল্লা-২ আসনের অংশ ছিল। এটি পুনর্বহাল হওয়ায় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। তিনি আরও বলেন, ভোটার সংখ্যা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই সীমানা পুনর্বিন্যাস যথার্থ।
সমাবেশে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, হোমনা পৌর বিএনপির সাংগঠনিক মোক্তার হোসেন, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূঁইয়া।