শনিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তানযীহুল উম্মাহ মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।
বিশেষ অতিথি ছিলেন থানা ওসি মোহাম্মদ রুকনুজ্জামান, শায়েখ খোরশেদ আলম মাদানী, মো. আব্দুল আজিজ। এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গণি, বিকেডিএ এর বিভাগীয় পরিচালক কামাল পাশা, আলহাজ্ব জাকিরুল্লাহ, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য তাহসিনুল আবরার লিছান প্রমুখ।
সঞ্চালনায় বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী রিয়াদুল ইসলাম শাহীন।
বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন (বিকেডিএ) থেকে ২০২৪ সালে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।