× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পল্লী উন্নয়নে জাইকা-বিআরডিবি মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট।

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

তৃণমূল পর্যায়ে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করার উদ্দেশ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার অংশ হিসেবে গত (১১ সেপ্টেম্বর ২০২৫) তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও Japan International Cooperation Agency (JICA) এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিআরডিবি’র মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব সরদার মো: কেরামত আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় JICA প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন মি. তাকেশি ইকেদা।

সভায় মি. ইকেদা জানান যে, জাইকার একটি প্রতিনিধি দল গত ২৫-২৬ আগস্ট ২০২৫ তারিখে বিআরডিবি কর্তৃক সফলভাবে বাস্তবায়িত ‘গাইবান্ধা সমন্বিত দারিদ্র্য দূরীকরণ প্রকল্প’-এর আওতায় গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় গঠিত One Palli One Product:পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী পরিদর্শন করেছে। তিনি গাইবান্ধায় চলমান OPOP কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং উক্ত কার্যক্রমের প্রসারে জাপানিজ ভলান্টিয়ার প্রেরণের প্রস্তাব করেন। 

বিআরডিবি’র মহাপরিচালক সরদার মো. কেরামত আলী ভলান্টিয়ার প্রেরণের প্রস্তাবকে স্বাগত জানান। তিনি জাপানের বিখ্যাত One Village One Product (OVOP) এর অনুসরণে এবং গাইবান্ধার অভিজ্ঞতার আলোকে One Palli One Product (OPOP) প্রসারে বিআরডিবি’র উদ্যোগের বিষয়টি তুলে ধরে জানান যে, এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন রয়েছে। এক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা ও সহযোগিতা OPOP প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে।  

সরদার মো: কেরামত আলী বলেন যে, জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বার্ড, বিআরডিবি ও জাইকা কর্তৃক উদ্ভাবিত বিখ্যাত ‘লিংক মডেল’ বিআরডিবি’র আওতায় “অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি)”-এর মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে JICA-এর সহায়তায় বাস্তবায়িত পিআরডিপি প্রকল্পের ৪র্থ পর্যায়ের কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে। তিনি উল্লেখ করেন যে, লিংক মডেলের মাধ্যমে পল্লী উন্নয়নে জন-অংশগ্রহণ, চাহিদাভিত্তিক পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সেবা প্রদান নিশ্চিত হয়। 

এছাড়াও তিনি তৃণমূল পর্যায়ে বিস্তৃত বিআরডিবি’র সুফলভোগীদের পণ্য বিপণনে JICA এর সহায়তায় প্রতিষ্ঠিত কারুপল্লীর উন্নয়নে বিআরডিবি কর্তৃক সংস্কার কার্যক্রমের বিষয়টি সভায় তুলে ধরেন। তিনি বিআরডিবি-জাইকার এই দীর্ঘ সম্পর্ক পুনরুজ্জীবিত ও আরো সুসংহত করার অভিপ্রায় ব্যক্ত করেন।

জাইকা প্রতিনিধি মি. ইকেদা বাংলাদেশে পল্লী উন্নয়নে বিআরডিবি’র কার্যক্রমের প্রশংসা করেন ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোকপাত করেন। একই সাথে পল্লী উন্নয়নে জাপান-বাংলাদেশ তথ্য বিনিময় এবং পল্লী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সংশ্লিষ্ট কার্যক্রমে বিআরডিবি’র কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। জাপান-বাংলাদেশের সহযোগিতা দেশের পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে মর্মে মি. ইকেদা আশা প্রকাশ করেন।

সভায় অন্যান্যের মধ্যে জাইকা বাংলাদেশ অফিসের ব্যবস্থাপক, বিআরডিবি’র পরিচালক, যুগ্মপরিচালকসহ উর্দ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.