× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাসারে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হতদরিদ্র পরিবার!

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৪ পিএম

মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূয়ালী গ্রামের দিনমজুর রুবেল ঘরামী, পিতা-আমির ঘরামী, চরম দারিদ্র্যের সঙ্গে জীবনযাপন করছেন। কৃষিকাজে দিনমজুরি করে কোনরকমে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বেঁচে আছেন তিনি। তবে আজও তাদের পরিবারটি কোনো ধরনের সরকারি ঘর কিংবা আর্থিক অনুদান পায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মানুষের জমিতে কাজ করে সামান্য যা আয় করেন, তা দিয়ে ঠিকমতো খাবার জোটানোও সম্ভব হয় না। অনেক সময় অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হয় তাদের। অথচ পরিবারটি সরকারিভাবে “আশ্রয়ণ প্রকল্প” এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পড়ার যোগ্য।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর অনেকেই সরকারি ঘর ও অনুদান পেলেও প্রকৃত হতদরিদ্র ও অসহায় পরিবার রুবেল ঘরামী সেই সুবিধা থেকে বঞ্চিত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফিন বলেন, পরিবারটির বিষয়ে আমরা জেনেছি। অতি দ্রুত তাদের একটি সরকারি ঘর এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.