× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাফনের মুহূর্তে নড়ে উঠলো নবজাতক

এম আই দিদার, চাঁদপুর

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫২ পিএম

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে এক নবজাতকে দাফনের সময় নড়ে চড়ে ওঠার ঘটনা ঘটেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর নবজাতককে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। 

শহরের পৌর কবরস্থানের কবর খোঁড়ার কাজ করা শাহজাহান সাংবাদিকদের জানান, দুপুরে প্রায় ৩৫ বছর বয়সী একজন অজ্ঞাত পুরুষ একটি কার্টুনে করে শিশুটিকে দিয়ে যায়। শিশুটি মৃত জানিয়ে দ্রুত কবর দিতে বলেন আমাদের। পরে কবর দেয়ার সময় নড়েচড়ে ওঠে নবজাতকটি। খবর পেয়ে সংবাদকর্মীরা নবজাতকটিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরপর দ্রুত ওই নবজাতককে এনআইসিইউতে ভর্তি করানো হয়েছে। 

হাসপাতালের এনআইসিইউর কর্তব্যরত চিকিৎসক জানান,  নবজাতকের আজ জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রথমে অক্সিজেন লেভেল কম ছিল। হাসপাতালের থেকে শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করছেন বলে জানান তারা। এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে, শহরের বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই আবার নবজাতকে লালন পালন করার জন্য নিয়ে যেতে ভীড় জমান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.