× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাজেকে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম, বাঘাইছড়ি

১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৬ পিএম

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির ধারাকে এগিয়ে নিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বও (রবিবার) বিকাল ৪ ঘটিকায় বাঘাইহাট জোন প্রশিক্ষণ মাঠে আয়োজিত এই জমকালো খেলায় মুখোমুখি হয় বাঘাইহাট একতা যুব সংঘ ক্লাব ও বামে বাইবাছড়া একাদশ। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মো. আবু নাইম খন্দকার।

এছাড়া উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন চেয়ারম্যান জনাব বাবু অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়ন চেয়ারম্যান জনাব গ্যানজতি চাকমা, এবং 

সাজেক ইউনিয়ন এর সকল ওয়ার্ড মেম্বার মেম্বারগন, বাঘাইহাট কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন (ছোট) বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন (বড়) এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

খেলা শেষে চ্যাম্পিয়ন টিম এবং রানার্স আপ টিমের মাঝে ও শ্রেষ্ঠ খেলোয়ার মাঝে পুরস্কার তুলে দেন জোন অধিনায়ক মো. মাসুদ রানা।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, উভয় দলই দারুণ খেলা উপহার দিয়েছে। খেলোয়ারদের আন্তরিকতা ও প্রচেষ্টা প্রশংসনীয়। পাহাড়ে শান্তি বজায় রাখতে ভবিষ্যতে ও এরকম আয়োজন অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর এ ধরনের ক্রীড়া উদ্যোগ পার্বত্য এলাকার যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.