× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্যার কবলে স্কুল, বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম

মো. আরিফুল ইসলাম, বাঘাইছড়ি

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৮ পিএম । আপডেটঃ ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়টি এখন হাঁটুসমান পানিতে ডুবে আছে। স্কুলের চারদিকে শুধু পানি আর পানি। এই আকস্মিক বন্যার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা যেমন স্কুলে আসতে পারছে না, তেমনি শিক্ষকরাও বিদ্যালয়ে প্রবেশ করতে পারছেন না। ফলে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, পুরো স্কুল চত্বর পানির নিচে। কোনো শিক্ষার্থী বা শিক্ষককে বিদ্যালয়ে দেখা যায়নি। স্কুল ভবনের আশেপাশে শুধু নোংরা ও দূষিত পানি জমে আছে, যা স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। এই বন্যা শুধু এবারের ঘটনা নয়, এটি যেন প্রতিষ্ঠানটির জন্য একটি বার্ষিক নিয়মে পরিণত হয়েছে।

সাবেক শিক্ষার্থীদের অভিজ্ঞতা

প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মুন্নি আক্তার বলেন, যখন এ স্কুলে পড়তাম, তখন আমরাও একই সমস্যার মুখোমুখি হয়েছি। প্রতি বছর বন্যার সময় স্কুলের চারপাশ পানিতে ডুবে যেত। তখন স্কুলে যাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ত। তাছাড়া এই দূষিত পানি থেকে রোগ সংক্রমণের ঝুঁকিও থাকত।

প্রতিষ্ঠানের পাশে বসবাসরত স্থানীয় বাসিন্দা জরিনা বেগম বলেন, বন্যার সময় চারদিকে পানি বেড়ে যায় এবং এই স্কুলটিও ডুবে যায়। তখন কিছু শিক্ষার্থীকে কোমর সমান পানি ভেঙে স্কুলে আসতে দেখি। এভাবে চলতে থাকলে ছেলে-মেয়েদের পড়ালেখা নষ্ট হয়ে যাবে। এই সমস্যার একটি স্থায়ী সমাধান হওয়া খুবই জরুরি।

সরেজমিনে পরিদর্শনকালে আরেক স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল নোমান জানান, এটা নতুন কিছু নয়। প্রতি বছরই বাঘাইছড়িতে ৩-৪ বার বন্যা হয়। কিন্তু নদী ড্রেজিং করার বা এই সমস্যার সমাধানে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার খবর দেখি না। যে প্রতিষ্ঠানকে বন্যার সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার কথা, সেই প্রতিষ্ঠানই আজ বন্যার কবলে পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন বলেন, প্লাবিত পানির কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সাথে চলমান অর্ধবার্ষিক পরীক্ষাও বন্ধ হয়ে গেছে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমি সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আবেদন দিয়েছিলাম, এছাড়াও শিক্ষা বোর্ডেও বিষয়টি অবগত করছি। যদি দ্রুত এর কোনো স্থায়ী সমাধান করা না যায়, তাহলে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাপক ক্ষতি হতে পারে।

দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। শুধু এই স্কুল নয়, পুরো বাঘাইছড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে বন্যায় বারবার বিপর্যস্ত হওয়া থেকে রক্ষা করতে নদী ড্রেজিংসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেন এখন সময়ের দাবি হয়ে উঠেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.