× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে নিরাপদ বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নীলফামারী সদরে আধুনিক ট্রাক টার্মিনাল ও শহর রক্ষায় নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের ব্যস্ততম চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পরিবহন শ্রমিক, মালিক, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় বক্তব্য দেন জেলা ট্রাক-ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল মহব্বত, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, মালিক সমিতির সহ-সভাপতি আনিছুর রহমান কোকো, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ আরও অনেকে।

সভাপতি গোলাম রসুল মহব্বত বলেন, “নীলফামারী শহর দিনদিন জনবহুল হচ্ছে। যানজট, দূষণ ও নিরাপত্তাহীনতা এড়াতে আধুনিক ট্রাক টার্মিনাল ও বিকল্প নিরাপদ বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি। শহরের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল করায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছে। দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।”

সাধারণ সম্পাদক জামিয়ার রহমান বলেন, “অবিলম্বে ট্রাক টার্মিনাল নির্মাণ ও বাইপাস সড়ক চালু না করলে সাধারণ মানুষসহ শ্রমিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের কাছে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করা হয়। তিনি বলেন, “শ্রমিক-মালিকদের দাবিগুলো যৌক্তিক। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ইতোমধ্যে সম্ভাব্য বাইপাস সড়কটি পরিদর্শন করেছেন। ট্রাক টার্মিনালের জন্যও উপযুক্ত স্থান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।”

বক্তারা সরকারের নীতিনির্ধারকদের প্রতি দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, নীলফামারী শহরের উন্নয়ন, নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বস্তির জন্য এ প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.