× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী

১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬ পিএম

‎‎ফেনীতে (অনূর্ধ্ব ১২-১৪) অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

‎‎ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় শহরের মিজান রোডের জেলা পরিষদের পুকুরে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। 

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলায়ই পারে শিশু-কিশোরদের বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে। 

‎তিনি বলেন, সাঁতার হলো একটি জীবন রক্ষাকারী টেকনিক।কিশোর বয়স থেকেই সাঁতার শিখতে হবে। 

‎তিনি আরও বলেন, প্রত্যেক পিতামাতাকে সন্তানের ভবিষ্যত চিন্তা করে তাদের সাঁতার শেখাতে হবে।

‎জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সাইফ উদ্দিন আহমেদ। 

‎এতে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কফিল মাহমুদ রিয়াজ,সাঁতার প্রশিক্ষক মো. হারিছ ভূঁইয়া প্রমুখ।

‎উল্লেখ যে, সাঁতার প্রতিযোগিতার ৮টি ইভেন্টে মোট ৪৮জন বালক অংশগ্রহণ করেন। ‎প্রতিটি ইভেন্টে তিনজন করে মোট ২৪ জন বিজয়ীকে পুরস্কৃত করেন উপস্থিত অতিথিবৃন্দ। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.