ফেনীতে (অনূর্ধ্ব ১২-১৪) অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় শহরের মিজান রোডের জেলা পরিষদের পুকুরে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলায়ই পারে শিশু-কিশোরদের বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে।
তিনি বলেন, সাঁতার হলো একটি জীবন রক্ষাকারী টেকনিক।কিশোর বয়স থেকেই সাঁতার শিখতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক পিতামাতাকে সন্তানের ভবিষ্যত চিন্তা করে তাদের সাঁতার শেখাতে হবে।
জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সাইফ উদ্দিন আহমেদ।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কফিল মাহমুদ রিয়াজ,সাঁতার প্রশিক্ষক মো. হারিছ ভূঁইয়া প্রমুখ।
উল্লেখ যে, সাঁতার প্রতিযোগিতার ৮টি ইভেন্টে মোট ৪৮জন বালক অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে তিনজন করে মোট ২৪ জন বিজয়ীকে পুরস্কৃত করেন উপস্থিত অতিথিবৃন্দ।