ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে সিটিজেনস ব্যাংক ফেনী শাখার আয়োজনে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ইউনিভার্সিটির সেমিনার কক্ষে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় “পরিকল্পিত আয় এবং পরিকল্পিত ব্যয়”-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়।
সিটিজেনস ব্যাংক ফেনী শাখার ম্যানেজার মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেম,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. শাহ আলম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সঞ্চয়ে আগ্রহী করতে উৎসাহিত করেন। তারা বলেন, দেশের জন্য কাজ করতে নিজেকে তৈরি রাখতে হবে। এজন্য প্রয়োজন সঞ্চয়ী মনোভাব। পরিকল্পিত সঞ্চয় এবং পরিকল্পিত ব্যয় হলো আগামীদিনের উন্নয়নের সোপান।
অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তসহ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।