চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী শঙ্খ নদীর পশ্চিম কাটগড় এলাকায় অজ্ঞাত পরিচয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে শঙ্খনদীর পাড়ে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাউসিয়া কমিটি চন্দনাইশ কাফন-দাফন টিমের সহায়তায় লাশটি উদ্ধার করেন।
স্থানীয়ভাবে জানা যায়, গত রবিবার ভোরে শঙ্খনদীতে চলাচলত নৌকার মাঝি নদীর পাড়ে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা দোহাজারী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করে। পরিচয়হীন অজ্ঞাত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর।
তার পরনে ফুটবল ক্লাব ম্যানসেন্টার সিটির একটি জার্সি ও বাদামী রং এর পুল প্যান্ট ছিল। ধারণা করা হচ্ছে নদীতে জোয়ার ভাটার সময় লাশটি ভেসে এখানে ভেসে এসে আটকে পড়েছে। পরে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ কাফন-দাফন টিমের প্রধান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকীর নেতৃত্বে তার টিমের সদস্যের নিয়ে লাশটি উদ্ধার কাজে সহায়তা প্রদান করে পুলিশের নিকট হস্তান্তর করেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করা হয়। পরবর্তীতে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত মামলা রেকর্ড করা হয়েছে।