শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উদ্যোগে আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।
গাছ বিতরণের পাশাপাশি ইউএনও শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন, পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে গাছ লাগানো ও যত্ন নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আশরাফুল আলম রাসেল। আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা বেগম। আহমদ নগর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা। আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।